করোনায় ৫১ থেকে ৭০ বয়সীদের মৃত্যু বেশি

করোনায় ৫১ থেকে ৭০ বয়সীদের মৃত্যু বেশি

অনলাইন ডেস্ক

একদিনে ১২ হাজার ৬৯৪ নমুনা পরীক্ষায় দেশে করোনা শনাক্ত হয়েছে আর দুই হাজার ৪২৩জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়াল ৫৭ হাজার ৫৬৩ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর মধ্যে ঢাকায় ২১ জন।

চট্টগ্রামে ৯ জন।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মৃতদের বয়স সম্পর্কে তিনি বলেন, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ তিনজন, ৩১ থেকে ৪০ একজন, ৪১ থেকে ৫০ তিনজন, ৫১ থেকে ৬০ ১৪ জন, ৬১ থেকে ৭০ ১১ জন, ৭১ থেকে ৮০ দুজন এবং ৮১ থেকে ৯০ একজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর