তিন হাসপাতাল ঘুরে আ. লীগ নেতার মৃত্যু

তিন হাসপাতাল ঘুরে আ. লীগ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে স্ট্রোক করার পর তিনটি হাসপাতাল থেকে প্রত্যাখ্যাত হয়ে বিনা চিকিৎসায় সফিউল আলম নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে স্ট্রোক করার পর কয়েকটি হাসপাতাল ঘুরে দুপুরের দিকে মারা যান তিনি।

মৃত সফিউল আলম সগীর নগরীর বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মৃতের বড় ভাই মো. রফিক বলেন, ‘সকালের দিকে ভাই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত নগরীর জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাই।

সেখানে আমাদের বলা হয় যে, তারা কোনো রোগী ভর্তি নেবে না, তাদের আইসিইউ নেই, চিকিৎসক নেই। বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা আমার ভাইকে ভর্তি নেয়নি। ’

‘সেখান থেকে আমরা ভাইকে নিয়ে যাই মেট্রোপলিটন হাসপাতালে। সেখানেও একই ধরনের অজুহাত দিয়ে ভর্তি নেয়নি।

পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে সগীর মারা যান’, বলেন মো. রফিক।

তিনি আরও বলেন, ‘আমার ভাই এভাবে বিনা চিকিৎসায় মারা গেল চোখের সামনে। আমরা কিছুই করতে পারলাম না। এ শহরের এত এত হাসপাতাল, চিকিৎসক যদি আমাদের কোনো কাজে না আসে, এগুলো রেখে লাভ কী?’

এ বিষয়ে নগরীর মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, ‘আমরা নোটিশ টানিয়ে দিয়েছি, আমাদের এখানে রোগী ভর্তি নিচ্ছি না। আমাদের চিকিৎসকরা অসুস্থ, আইসিইউ চালানোর মতো জনবল নেই। তাহলে কী করে আমরা রোগী ভর্তি নেব। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর