বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড আক্রান্ত

বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের ছয় মাস পর গেলো ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে। সারাবিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে দুই লাখ ৪১ হাজারের বেশি মানুষ। মারা গেছে ৫ হাজার ৬৪৪ জন।  
শুধু যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৬৭ হাজার, ব্রাজিলে ৪৩ হাজার আর ভারতে শনাক্ত হয়েছে ৩৫ হাজার।

ভারতে বৃহস্পতিবার ছিলো আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্ত দাড়ালো ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার। আর মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৯১ হাজার মানুষের।  
এছাড়া একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, এক হাজার ২৯৯ জনের।
এদিকে প্রবল মাত্রায় সংক্রমণ বাড়ায় আক্রান্তে তালিকায় ৬ষ্ঠ অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।
জাতিসংঘের ত্রাণ তহবিল জি-20 ভুক্ত দেশগুলোর প্রতি করোনা মহামারী রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে রেকর্ড ১ হাজার ৩০০ কোটি ডলার তহবিল গঠনের আবেদন জানিয়েছে।   এছাড়া মহামারী পরবর্তী প্রণোদনা প্যাকেজে প্রায় ৬৭ হাজার কোটি ডলার বাজেটের বিষয়ে আলোচনা করতে দীর্ঘদিন পর প্রথমবারের মতো ইউরোপিয় নেতারা শুক্রবার মুখোমুখি সম্মেলনে বসতে যাচ্ছেন।  

সম্পর্কিত খবর