মশা নিধনে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আব্দুল খালেক

মশা নিধনে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আব্দুল খালেক

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরবাসীকে মশা থেকে স্বস্তি দিতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে। এজন্য খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। ডেঙ্গু মশা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত্বর, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশ পরিস্কার করা নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) সিটি মেয়র নগরীর নিরালা আবাসিক এলাকা মোড়ে নিরালা আবাসিক জনকল্যাণ সমিতির উদ্যোগে মশা নিধনের দুটি ফগার মেশিনের উদ্বোধনকালে এসব কথা বলেন। এক লাখ ৭০ হাজার টাকায় ফগার মেশিন দুটি ক্রয় করে জনকল্যাণ সমিতি। মেয়র আরও বলেন, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা, মাস্ক ব্যবহার এবং বার বার হাত ধুতে হবে। নিরালা আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আবেদ আলী, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান সিকদার উপস্থিত ছিলেন।

 

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ