১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি

১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরি-বোনাস পরিশোধ, পাটকলে দুর্নীতির তদন্ত, মজুরি কমিশন অনুযায়ী আলিম জুট মিলে অর্থ বরাদ্দসহ ১০ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকাল ১০টা থেকে প্লাটিনাম জুট মিল, বিআইডিসি রোড ও খালিশপুর জুট মিল এলাকায় মানববন্ধন।

এছাড়া দুপুর ১২টায় একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন আজাদী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আলীম জুট মিলে মজুরি কমিশনের আওতায় বকেয়াসহ অর্থ বরাদ্দ, খালিশপুর-দৌলতপুর জুট মিলসহ ৫টি দৈনিক ভিত্তিক মিলে মজুরি কমিশনের বকেয়া এরিয়া প্রদান, ঈদ বোনাস ও আগামী তিন মাসের মধ্যে বন্ধ থাকা পাটকল পুনরায় চালুর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহানাজ পারভীন, সোহরাব হোসেন, মুরাদ হোসেন ও খলিলুর রহমান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর