অত্যাধুনিক ফরাসি রাফাল যুদ্ধবিমানের চালান পেতে যাচ্ছে ভারত

অত্যাধুনিক ফরাসি রাফাল যুদ্ধবিমানের চালান পেতে যাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক ফরাসি রাফাল যুদ্ধবিমানের প্রথম চালান পেতে যাচ্ছে ভারত। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মেরিগনেক ঘাঁটি থেকে সোমবার রওনা দেয়া ৫টি আকাশযান বুধবার ভারত পৌঁছাবে বলে জানিয়েছে আল জাজিরা।

গণমাধ্যমটি জানায়, এবারের চালানে বিমানগুলো হস্তান্তরের পাশাপাশি সেগুলো পরিচালনায় ভারতীয় বিমান বাহিনীর ১২জন পাইলট ও ৮ প্রকৌশলী কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে ম্যাক্রো প্রশাসন। যুদ্ধবিমানগুলো প্রায় সাত হাজার কিলোমিটার পথ পারি দিয়ে ভারত পৌঁছাবে।

নির্ধারিত স্চুচী মেনে আগামী বছরের মধ্যেই ভারতকে মোট ৩৬টি বিমান হস্তান্তর করা তবে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্সের ভারতীয় দূতাবাস। ফ্রান্সের সাথে ২০১৬ সালে করা চুক্তি অনুযায়ী ৫৯ হাজার কোটি রুপিতে ভারত প্যারিসের কাছ থেকে মিটিওর ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রশস্ত্রও পাবে বলে জানিয়েছে আল জাজিরা।