দেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর : মির্জা ফখরুল

দেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর। এখানে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারে না। শফিউল বারী বাবুর অসুস্থতা এবং তাঁর চলে যাওয়া এটাই প্রমাণ করে। ’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্যপ্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর রাজধানীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব।

পরে তিনি গণমাধ্যমকে একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শফিউল বারী বাবুর মতো একজন জনপ্রিয়, সচেতন রাজনৈতিক নেতা এভাবে চলে যাবেন এটা আমরা কল্পনাই করতে পারিনি। তাঁর অল্প সময়ের ক্যারিয়ার বর্ণাঢ্য। তাঁকে শুধু বিএনপির জন্য নয়, দেশের মানুষের জন্য তাঁর প্রয়োজন ছিল।

তাঁর সেই সম্ভাবনা ছিল। ’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমি কিছুক্ষণ আগে বাবুর স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, দুইটা বাচ্চা রেখে গেছেন। মাথা গোঁজার ঠাঁইটুকু নেই, ভাড়া বাসায় থাকেন। এখন তাঁকে অনেক পথ পাড়ি দিতে হবে। ’

‘এ বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন, আমরা তাঁর সঙ্গে আছি। আমরা সবাই তাঁর সঙ্গে আছি, এই লড়াই শুধু তাঁর স্ত্রী একা লড়বেন না, তাঁর সঙ্গে আমরাও লড়ব। ’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইনের সঙ্গে দেখা করে তাঁকে সমবেদনা জানান। এ সময় তিনি শফিউল বারী বাবুর ছোট দুই ছেলেমেয়ে ফাতেমা বারী ও আয়হান বারীকে আদর করেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল