মানি লান্ডারিং মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি- বাংলাদেশ প্রতিদিন

মানি লান্ডারিং মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মানি লান্ডারিং মামলায় গ্রেপ্তার হলেন ফরিদপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান। এছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন দুজন।

রোববার ভোরে শহরের পূর্ব খাবাসপুর লঞ্চ ঘাট এলাকার নিজ বাসা থেকে ফরহানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।

গ্রেপ্তার অপর দু’জন হলেন- ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি (৬১) এবং জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন (৫৪)।

ওসি জানান, ফরহানকে ঢাকার কাফরুল থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর দায়ের করা মামলায় সিআইডির চাহিদা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরে তাকে ফরিদপুর জেলা কারাগার থেকে নিজেদের জিম্মায় ঢাকায় নেবে সিআইডি।  

সিআইডির চাহিদা অনুযায়ী পুলিশ গত শুক্রবার দুপুর পৌনে ১টা থেকে শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ফারহানসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর