হাসপাতালে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হাসপাতালে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী রাখাসহ নানা অনিয়ম পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শুরু হয়ে এ অভিযান শেষ হয় বিকেলে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ। এছাড়া নানা অনিয়মে পদ্মা ডায়গনিস্টিক সেন্টারকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেডিনোভাকে জরিমানা করা হয়েছে ৬ লাখ টাকা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর