পহেলা সেপ্টেম্বর থেকে গণ-পরিবহনে আগের ‌‌ভাড়া ‘কার্যকর’

প্লাবন রহমান

পহেলা সেপ্টেম্বর থেকে গণ-পরিবহনে আগের ভাড়া কার্যকর হতে পারে। তবে-প্রথম দিন থেকেই শতভাগ আগের ভাড়ায় ফেরা সম্ভব হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। তবে-এক্ষেত্রে করোনার ঝুকি বাড়বে বলে মত গণপরিবহন বিশেষজ্ঞদের। সেজন্য-স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা।

দেশে টেস্ট কম হলেও গেল দু-এক সপ্তাহে গড়ে প্রায় আড়াই হাজার করে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ১০ দিনের গড় মৃত্যু দিনে ৪১ জন। এমন অবস্থায় গণপরিবহনের এমন হাল। স্বাস্থ্যবিধির বালাই নেই।

চলছেন যে যার মতো।

এরই মধ্যে আগের ভাড়ায় সব সিটে যাত্রী পরিবহন করতে চায় গণপরিবহন মালিকরা। সরকারেরও ইঙ্গিত সে পথে যাওয়ার।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন- ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে আগের ভাড়া। তবে- তারপর আরো কয়েকদিন সময় লাগবে সারাদেশের পরিবহনে আগের ভাড়া ফেরাতে। তবে-গণপরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলছেন- এতে ঝুঁকি বাড়বে করোনার।

দেশে এখনও করোনা সংক্রমণের হার ২০ ভাগের ওপরে। যদিও-  এতে মৃত্যুহার অনেক কম ১.২ শতাংশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর