দুবাইয়ের প্রমিজ ব্রিজ; পর্যটকদের অন্যতম আকর্ষণ

দুবাইয়ের প্রমিজ ব্রিজ; পর্যটকদের অন্যতম আকর্ষণ

কামরুল হাসান জনি, সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ের প্রমিজ ব্রিজ সেতু ভ্রমণে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিভিন্ন দেশ থেকে দুবাইয়ের সৌন্দর্য দেখতে আসা প্রেমিক যুগল কিংবা কপোত কপোতির পছন্দের জায়গাও এটি। সম্পর্কের ভিত্তি শক্তি বিবেচনায় তাদের অনেকে এই সেতুর গায়ে রেখে যান নিজেদের স্মৃতি চিহ্ন।  

ফ্রান্সের প্যারিসের পন্ট দে আর্টস-সেতুর আদলে দুবাইয়ের আল খাওয়ানিজ সেতুটি নির্মিত।

দর্শনার্থীদের একটি বড় অংশই এই সেতুটি দেখতে আসেন তাদের সম্পর্কের চিহ্ন রেখে যান।

ভালোবাসার গভীরতা বাড়াতে আগ্রহ নিয়ে যারা তালা বাধতে চান তাদের জন্য কর্তৃপক্ষ বিভিন্ন রকমের তালার সরবরাহ করে থাকেন। তালাগুলোর নূন্যতম দাম ১০ দিরহাম। বর্তমানে কয়েক হাজার তালা ঝুলে আছে এই ধাতব ব্রিজের গায়ে।

মহামারী করোনার কারণে জানুয়ারি থেকে এই সেতুতে পর্যটকদের তেমন আনাগোনা নেই। তাইতো দর্শনার্থীদের হাতের ছোঁয়া না পাওয়ায় জং ধরছে সেতুর গায়ে থাকা ভালোবাসার তালায়।

তবে প্রমিজ সেতুর চারদিক ঘিরে আছে বিভিন্ন রকম ফুলের গাছ, পশুপাখির প্রতিকৃতি। আর সেখানটির কৃত্রিম হ্রদ দেখে মনে হবে প্রকৃতি আপন খেয়ালে তার সৌন্দর্য্যের পেখম মেলে ধরেছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ