যশোরে মাটি ছাড়া সবজি চাষে সফলতা

যশোরে মাটি ছাড়া সবজি চাষে সফলতা

রিপন হোসেন, যশোর

যশোরে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করে সফলতা পেয়েছে ম্যাক্সিম এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। নেট হাউজের ভিতরে মাটির পরিবর্তে কোকো ডাস্ট ও প্লাস্টিক ট্রেতে বিভিন্ন সবজির চারা লাগানো হচ্ছে। আধুনিক এ পদ্ধতিকে ইতিবাচক হিসাবে দেখছেন এ অঞ্চলের কৃষকরা।

news24bd.tvকোকো ডাস্ট ব্যবহার করে কেঁচো সারের সমন্বয়ে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করা হচ্ছে প্লাস্টিক ‘ট্রে’ তে।

আধুনিক এ পদ্ধতিতে তৈরি হাউজের চারপাশে নেট দিয়ে ঘিরে রাখা হয়। এ পদ্ধতিতে স্বল্প খরচে চারা উৎপাদন করা যায় বলে জানান ম্যাক্সিম এগ্রোর কো-অডিনেটার আমিরুল ইসলাম খান।

পেঁপে, করলা, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গাসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে। আর এসব চারা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করা হচ্ছে।

আধুনিক এ পদ্ধতিতে চারা উৎপাদনকে ইতিবাচক হিসাবে দেখছেন কৃষকরা।

এ প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সবজি চাষিরা আর্থিকভাবে  লাভবান হবে বলে মনে করেন সংশ্লিস্টরা ।   

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর