মহেশপুরে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার, আটক ৩

মহেশপুরে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার, আটক ৩

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে বস্তা ভর্তি মাদক পাচারের সময় ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, যশোর শহরের সুলতানপুর দরপাড়া গ্রামের শহিদুল খাঁর ছেলে ইমরান হোসেন (২৭),  মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৫), রায়পাড়া (চাঁচড়া) গ্রামের কাউসার আলীর পুত্র মাজহারুল ইসলাম সাগর (২৫)। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ মাদকসহ তাদের আটক করে।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ীরা রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চারানো হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ