খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে আরও ছয় মাস বাড়ানোর আবেদনে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্ত জানান আইনমন্ত্রী আনিসুল হক। এক্ষেত্রে বিগত ছয় মাসে মুক্ত থাকার সময়ে যে দুটি শর্ত তাকে মানতে হয়েছে, সেগুলো বলবৎ থাকবে।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পুরোন শর্তেই তাঁর এই সাজা আরো ছয় মাসের জন্য স্থগিত করার কথা বলা হয়েছে।

গেল সপ্তাহে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে সরকারের কাছে পরিবারের পক্ষে সরকারের কাছে আবেদন জানান তাঁর ভাই শামীম ইস্কান্দার। কিন্তু আইন মন্ত্রণালয় স্থায়ী মুক্তির আবেদন বিবেচনা করেনি। ওই আবেদনে বিএনপি নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতিও চেয়েছিলেন তারা। সেটিও বিবেচনা করেনি আইন মন্ত্রণালয়।

বিদেশে যাওয়ার বিষয়ে পরিষ্কার কোন কথা আবেদনে বলা হয়নি বলেও জানায় আইনমন্ত্রণালয়।

গেল ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া ঢাকার গুলশানের তাঁর বাসাভবন ফিরোজায় ওঠেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর