প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে পোশাক শিল্পে

প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে পোশাক শিল্পে

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

করোনার ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় দেশের সবচেয়ে বড় রপ্তানিখাত পোশাক শিল্প। বেশিরভাগ বাতিল ও স্থগিত হওয়ার ক্রয়াদেশের পণ্য নিতে শুরু করেছেন বিদেশী ক্রেতারা। আসছে নতুন নতুন ক্রয়াদেশও। ফলে, কিছুটা হলেও স্বতিতে এই খাতের ব্যবসায়ীরা।

তবে, ক্ষতি পুশিয়ে ব্যাংক ঋণ সুবিধা অব্যাহত রাখার দাবি তাদের।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে সেখানকার বেশিরভাগ ক্রেতা ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করতে থাকেন। এছাড়া, দেশেও ভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে কয়েক মাস পোশাক কারখানা বন্ধ ছিলো। ফলে, কিছুদিনের জন্যে হলেও ঝিমিয়ে পড়ে দেশের প্রধান রপ্তানি খাত।

দেরিতে হলেও বাতিল ও স্থগিত হওয়া ক্রয়াদেশের পণ্য নিতে শুরু করেছেন বিদেশী ক্রেতারা। ফলে, আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের পোশাক খাতে বলছেন, উদ্যোক্তারা।

ক্ষতি পুশিয়ে নেয়ার পাশাপাশি পোষাক শিল্পের চলমান ধারা অব্যাহত রাখতে ব্যাংক সুবিধার বিকল্প নেই, বলছেন বিজিএমএর পরিচালক।

করোনা সংকটের শুরুর দিকে, রপ্তানীমুখি এই শিল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। তারপরও অনেক কারখানাই শ্রমিকদের মজুরি পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। আবার অনেক প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। তবে, করোনা ধাক্কা কাটিয়ে নতুন ক্রয়াদেশ আসায় আশার আলো দেখছেন থাত সংশ্লিষ্টরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ