পরমাণু সহযোগিতায় একমত ইরান ও রাশিয়া

পরমাণু সহযোগিতায় একমত ইরান ও রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক কাজে পরমাণু সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে ইরান ও রাশিয়া।  

শনিবার রুশ নিয়ন্ত্রিত পরমাণু কোম্পানি রোসাতমের উপ-প্রধান নিকোলাই স্প্যাসকির সঙ্গে মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সাক্ষাতে এ সম্মতি প্রদান করেছে দু’দেশ।


আরো পড়ুন:

ভূমধ্যসাগরে তেল গ্যাস উত্তেজনা: গ্রিসকে হুমকি তুরস্কের


 

বৈঠকে দু’দেশের মধ্যে চলমান পরমাণু সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন জালালি ও স্প্যাসকি। সেই সাথে সহযোগিতায় প্রতিবন্ধকতাগুলো দূর করার উপায় নিয়েও কথা বলেন তারা।

তেহরানের পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের চাপকে মস্কো ইরানকে সহযোগিতা করার ক্ষেত্রে উপেক্ষা করবে বলে নিশ্চিত করেছেন স্প্যাসকি।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ