২৪ জনের মৃত্যুর দায় তাদেরও, ব্যবস্থা নিন

২৪ জনের মৃত্যুর দায় তাদেরও, ব্যবস্থা নিন

শওগাত আলী সাগর

ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের ভাষ্যমতে “মসজিদের ফ্লোরের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেই লাইন থেকে গ্যাস লিক হয়ে বদ্ধ মসজিদের ভেতরে জমা হয়। ”

news24bd.tv

ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য যদি সত্য হয় তা হলে প্রশ্ন উঠে- মসজিদের ফ্লোরের নিচ দিয়ে গ্যাস লাইন যায় কিভাবে? নিশ্চয় গ্যাস লাইন আগে গেছে, তারপর সেই লাইনের উপর মসজিদ তৈরি হয়েছে? গ্যাস লাইনের উপর মসজিদ তৈরি কারা করেছে? কারা এই ভবন তৈরির অনুমোদন দিয়েছে?


আরো পড়ুন:

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৪


মসজিদ কমিটির দায়িত্বে যারা, স্থানীয় প্রশাসন- তারা কি জানতেন না- মসজিদটি নির্মাণের ক্ষেত্রে একটি বেআইনি কাজ করা হয়েছে? এই বেআইনি কাজের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হউক।

২৪ জন মানুষের মৃত্যুর দায়ভার তো এদেরও।

মূলত এরাই তো ২৪ জন মানুষের খুনী।

লেখক: প্রধান সম্পাদক, নতুন দেশ, কানাডা