চাকা ফেটে আশুলিয়ায় শ্রমিকবাহী বাস খাদে, আহত ২৫

চাকা ফেটে আশুলিয়ায় শ্রমিকবাহী বাস খাদে, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় চাকা ফেটে একটি বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। আহতরা সবাই পোশাক শ্রমিক।  

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ধামরাইয়ের ধানতারা এলাকা থেকে আশুলিয়ার জিরানীবাজারের টেংগুরি এলাকার একটি স্পিনিং মিলে কাজে যোগদানের উদ্দেশে বাসে করে শ্রমিকরা রওনা দেয়।

 

পরে গোয়াইলবাড়ি এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এসময় বাসে থাকা শ্রমিকদের মধ্যে প্রায় ২৫ জন শ্রমিক আহত হয়।  

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি তল্লাশি করেছেন এবং বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বাসটি ও বাসের চারপাশ তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর খবর কিংবা মরদেহ পাওয়া যায়নি। আর কেউ নিখোঁজও নেই।


আরও পড়ুন: নাটোরে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু


 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম