মেহেরপুরে ফলন বিপর্যয় পাটের

মেহেরপুরে ফলন বিপর্যয় পাটের

তুহিন আরণ্য, মেহেরপুর

মেহেরপুরে এবার পাটের ফলন বিপর্যয় হয়েছে। কৃষকরা জানান, অতিবর্ষণে জমিতে পানি জমে যাওয়ায় পাট গাছ বাড়তে পারেনি।  

আবার পানিতে তলিয়ে যাওয়া পাট কাটতে গিয়ে গোড়ার অনেকাংশ বাদ পড়ে যাচ্ছে। এ কারণে পাটের আশানুরুপ উৎপাদনও  হচ্ছে না।

ফলে বর্তমান বাজার দরে লোকসান গুনতে হচ্ছে তাদের।

news24bd.tv

পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের কৃষকরা। তবে ফলন ভাল না হওয়ায় লাভ তো দুরের কথা লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।


আরও পড়ুন:

চাকা ফেটে আশুলিয়ায় শ্রমিকবাহী বাস খাদে, আহত ২৫


কৃষকরা জানান, গতবার পাটের যে ফলন হয়েছিল তার অর্ধেকও এবার হয়নি।

এ বছর অতিরিক্ত বৃষ্টির কারণে বেশির ভাগ জমিতে পানি জমে পাট গাছ বাড়তে পারেনি। এক বিঘা জমির পাট উৎপাদনে খরচ ৮ থেকে ১০ হাজার টাকা হলেও আশানুরুপ উৎপাদন না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

তবে কৃষি বিভাগ বলছে, নিচু জমিতে কিছু পাটের ফলন কম হলেও উৎপাদনের লক্ষ্য মাত্রা পূরণ হবে। কৃষি বিভাগের তথ্য মতে, মেহেরপুরে চলতি মৌসুমে ১৯ হাজার ৭০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ