উয়েফা নেশন্স লিগে ঘুরে দাঁড়ালো ইতালি

উয়েফা নেশন্স লিগে ঘুরে দাঁড়ালো ইতালি

নিজস্ব প্রতিবেদক

উয়েফা নেশন্স লিগে ঘুরে দাঁড়ালো আগের ম্যাচে পয়েন্ট হারানো ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলো বারেল্লা।  

২০১৮ বিশ্বকাপ, বিশ্বমঞ্চের লড়াইয়ে যে শূন্যতা, তা বলাই যা ইতালি কিংবা নেদারল্যান্ডসকে।

দুটা দল বিশ্ব আসরে নামই লিখাতে পারেনি। ভিন্নমঞ্চ, উয়েফা নেশন্স লিগে দুটাদল যখন আবারো মুখোমুখি তখন অন্তত বিগ ম্যাচের তকমা নিয়েই নেয়। যেখানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডাচ দূর্গে হানা দিতে থাকে ইতালি।

ম্যাচে ১২, ১৭, ১৯ মিনিটে আক্রমণে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে যায় ইয়োহান ক্রুইফ অ্যারেনায়।

৩২ মিনিটে জর্জিনিয়োর শট ডাচদের এনে দিতে পারেনি কাঙিক্ষত গোল। তিন মিনিট পর স্কোরলাইনে নাম লিখানোর সুযোগ মিস করেন লরেন্সো ইনসিনিয়ে।

তবে ম্যাচের একমাত্র গোলটি প্রথম অর্ধের শেষ দিকে। ইম্মোবিলের ক্রসে বুলেট গতির হেডে জাল খুঁজে নেন নিকোলো বারেল্লা। ১-০ গোলে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

বিরতির পর বিচ্ছিন্ন কিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি কেউ। ১-০ গোলে ম্যাচটা জিতে নেয় আগের ম্যাচে পয়েন্ট হারানো ইতালি। আর আসরে প্রথম হারের স্বাদ পেলো পোল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করা ডাচ ফুটবলরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

আরও পড়ুন:

রিয়াল ছেড়ে এভারটনে যোগ দিলেন হামেস রদ্রিগেজ

সম্পর্কিত খবর