নাব্য সংকটে ভোগান্তি চরমে

নাব্য সংকটে ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক

নাব্য সংকটে গেল তিনমাস ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরেুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আট দিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরুর দুই দিন পরই রোববার সন্ধ্যা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।  

ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাক। দুর্ভোগ বেড়েছে চালক ও পরিবহণ শ্রমিকদের।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে  দৌলতদিয়া- পাটুরিয়া নৌ রুটে। এতে বাড়তি দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা।  
news24bd.tv

গেল ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ফেরি চলাচল বন্ধ ছিলো। গেল শুক্রবার বিকেল থেকে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়।

  তবে দুই দিন যেতে  না যেতেই নাব্য সংকটে চ্যানেল চলাচলের অনুপযোগী হয়ে পরে।   

এ অবস্থায় রোববার  সন্ধ্যা  থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য এই নৌপথে ফেরি চলাচল বন্ধের ঘোষণা  দেয় কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় বর্তমানে  উভয় ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে শতাধিক পন্যবাহী ট্রাক । এতে দুর্ভোগ বেড়েছে চালক ও শ্রমিকদের


আরও পড়ুন: লঞ্চের কেবিনে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা


বিআইডব্লিউটিসি’র উপ- মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান,  চ্যানেল বিপর্যয়ের কারণে দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে । তবে নাব্য সংকট নিরসনে নদী খনন কাজ অব্যাহত রয়েছে ।   

news24bd.tv

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম