বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাজারেরও বেশি

বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাজারেরও বেশি

নিজস্ব প্রতিবেদক

করোনায় গেল ২৪ ঘন্টায় ২ লাখ ৯৭ হাজারের বেশি সংক্রমণে বিশ্বব্যাপী ৩ কোটি ছাড়িয়ে গেলো মোট আক্রান্তের সংখ্যা। একদিনে ৬ হাজারের বেশি মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো ৯ লাখ ৪৫ হাজার।  

দৈনিক সংক্রমণে আবারও বিশ্বরেকর্ড গড়েছে ভারত। একদিনে ৯৭ হাজার ৮ শতাধিক মৃত্যু আর এক হাজার ১৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে।

রাশিয়ার তৈরী করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ নামের ভ্যাকসিনটি ১০ কোটি ডোজ আমদানির কথা জানিয়েছে দেশটি।


আরও পড়ুন: চলচ্চিত্র ডুবছে নকল ও মানহীন গল্পে


যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দুদেশেই ২৪ ঘন্টায় ৩৭ হাজারের বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে হাজারের অধিক। চলতি বছরের শেষ নাগাদ মার্কিনিদের কাছে ১০ কোটি করোনা টিকা সরবরাহ সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, মহামারী পুরোপুরি কাটিয়ে না উঠতেই লাতিন আমেরিকা দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ