দৈনিক করোনা শনাক্তে রেকর্ড গড়লো ভারত

দৈনিক করোনা শনাক্তে রেকর্ড গড়লো ভারত

নিজস্ব প্রতিবেদক

ভারতে কোনোভাবেই করোনা সংক্রমণের লাগাম টান যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯৭ হাজার ৮৯৪ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

 

আজ সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যায় রেকর্ড হয়েছে। এখন দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জনে পৌঁছেছে।


আরও পড়ুন: আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধে অনুতপ্ত ভারত: পররাষ্ট্রমন্ত্রী


ভারতে এখন বিশ্বের যেকোনো দেশের চেয়ে দ্রুত করোনার সংক্রমণ ছড়াচ্ছে। কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক ৯০ হাজারের বেশি করোনায় সংক্রমিত মানুষ শনাক্ত হচ্ছেন।

 

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ১ হাজার ১৩২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৯৮ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম