বিষমুক্ত পান উৎপাদনে সফল বরিশালের কৃষি বিজ্ঞানীরা

বিষমুক্ত পান উৎপাদনে সফল বরিশালের কৃষি বিজ্ঞানীরা

রাহাত খান, বরিশাল

দীর্ঘ গবেষণার পর  জৈব বালাই নাশক ব্যবহার করে বিষ মুক্ত পান উৎপাদনে সফলতা পেয়েছেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা।  

নতুন এ পদ্ধতিতে পান চাষ করে আশানুরুপ ফলন পেয়েছেন কৃষকরা। সারা দেশের পান চাষীদের মাঝে এ পদ্ধতি  ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে তারা।

news24bd.tv

সৌদি আরব, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পান রপ্তানী হয়।

তবে ২০১৭ সালে সৌদি আরব থেকে পানের একটি রপ্তানী চালান ফেরত আসার পর থেকেই  বিষমুক্ত পান উৎপাদনে গবেষণা শুরু করে সরকার।

দীর্ঘ গবেষণার পর জৈব বালাই নাশক ব্যবহার করে বিষ মুক্ত পান উৎপাদনে সফলতা পেয়েছেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের বিজ্ঞানীরা।

news24bd.tv

গবেষক ড. মো. মাহবুবুর রহমান জানান, নতুন এ পদ্ধতি সারাদেশের পান চাষীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য প্রশিক্ষনসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।


আরও পড়ুন: দখল দূষণে মরতে বসেছে যশোরের ভৈরব নদী


পান চাষীরা জানান, দীর্ঘদিন ধরেই  সার, খৈল ও নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পান উৎপাদন করছেন তারা।

এ কারণে পান পাতা পোকায় খেয়ে ফেলতো। উৎপাদনও ভালো হতো না। তবে নতুন পদ্ধতিতে পান চাষ করায় ফলন বেশ ভাল পেয়েছে তারা।   

বরিশালে চলতি মৌসুমে ৬ হাজার ১শ’ ৩৮ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ