করোনার দ্বিতীয় ঢেউ এবার যুক্তরাজ্যে

করোনার দ্বিতীয় ঢেউ এবার যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ এবার যুক্তরাজ্যে বইতে শুরু করেছে। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার এক সাক্ষাতকারে জানান, তিনি আবারো পুরো দেশজুড়ে বড় ধরনের লকডাউনে যেতে চাইছেন না।

তবে প্রয়োজন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর কড়াকড়ি আরোপ করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে সারাবিশ্বে নতুন করে ভাইরাস সংক্রমিত হয়েছে একদিনে তিন লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

  


আরও পড়ুন: মার্কিন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারকের মৃত্যু


যার মধ্যে শুধু ভারতে আক্রান্ত ৯২ হাজার সাতশো। গেলো এক মাসে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। গেলো দু’সপ্তাহের দৈনিক সর্বোচ্চ সংক্রমণের হার একই গতি বজায় থাকতে অচিরেই ভারত যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে সর্বোচ্চ ভাইরাস আক্রান্ত দেশের তালিকায় প্রথম স্থানে উঠে যাবে।  

এদিকে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘন্টায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে।

এ নিয়ে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ছাড়ালো।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম