স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার কে এই মালেক ?

স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার কে এই মালেক ?

রিশাদ হাসান ও ফখরুল ইসলাম

ড্রাইভার হয়েও শত কোটি টাকার মালিক। শিক্ষাগত যোগ্যতা-অষ্টম শ্রেণী মাত্র। তাতে কি? স্বাস্থ্যখাতে ডাক্তার থেকে পিয়ন পদে নিয়োগ, বদলি বাণিজ্য কিংবা টেন্ডার নিয়ন্ত্রণ সবইতো হাতের মুঠোয়। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের ড্রাইভার আব্দুল মালেক।

 

ফ্ল্যাট, বাড়ি, জমি, নগদ অর্থ কি নেই তার। আর এসব অর্জনে সময় নিয়েছেন ৩৮ বছর। গ্রেপ্তারের পর এসব অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

শত কোটি টাকার মালিক আব্দুল মালেক।

বড় ব্যবসায়ী বা উচ্চপদস্থ কর্মকর্তাও নন। চালাতেন উচ্চপদস্থ কর্মকর্তার গাড়ী। তাতেই বাজিমাত। কামিয়েছেন কাড়ি কাড়ি বিত্ত বৈভব। তৈরি করেছেন দুর্নীতির নতুন দৃষ্টান্ত।

অষ্টম শ্রেণী পড়ে ১৯৮২ সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে ঢোকেন গাড়ী চালক হিসেবে। এরপর ৮৬ তে ঢুকেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহণ পুলের গাড়ী চালক হিসেবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ তিনজন মহাপরিচালকের গাড়ী চালিয়েছেন।

৩৮ বছরের চাকরী জীবনে স্বাস্থ্য অধিদপ্তরে তৈরি করেন প্রভাব প্রতিপত্তি। নিয়োগ বদলী পদোন্নতি বাণিজ্যে সিদ্ধহস্ত মালেক হাতিয়েছেন কোটি কোটি টাকা। ছাড়েননি টেন্ডার ভাগিয়ে দেয়ার ভাগও। দুর্নীতির টাকায় রাজধানীর হাতিরপুলে সাড়ে চারকাঠা জায়গায় তৈরি করেছেন বিলাসবহুল ১০ তলা ভবন।


আরও পড়ুন: জাতীয় প্রেসক্লাবের আশেপাশে অবৈধ গাড়ি পার্কিংয়ের হাট


রাজধানীর পাশে তুরাগ দক্ষিণ পাড়ায় ছয় কাঠায় জমিতে গড়েছেন সাত তলা বাড়ী ও ২৪ টি ফ্ল্যাট। পাশেই কিনেছেন আরো ১০ কাঠার প্লট। একই এলাকার রাজবাড়ী হোল্ডিংয়ে ১৫ কাঠা জায়গা কিনে তৈরি করেছেন ইমন ডেইরী ফার্ম। বেশ কয়েকটি ব্যাংক একাউন্টে নামে বেনামে নগদ আর্থ।

নিজে ড্রাইভার হয়েও সরকারী কয়েকটি গাড়ী নিজে ব্যবহার করতেন ড্রাইভার রেখে। দুই স্ত্রীর স্বামী মালেক থাকতেন বিলাসবহুল ফ্ল্যাটে শান সওকতে। স্বাস্থ্যখাতের দুর্নীতির বরপুত্র আফজাল ধরা পড়ার পর উন্মোচিত হয় মুখোসধারী এই গাড়ী চালকের। পরে রোববার রাতে টঙ্গীর রমজান মার্কেট এলাকা থেকে মালেককে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সচিব জানান মালেকসহ অন্যান্য দুর্নীতিবাজদেরও ছাড় দেয়া হবে না। এসময় আবদুল মালেককে বরখাস্তের তাগিদও দেন স্বাস্থ্য সচিব।

news24bd.tv সুরুজ আহমেদ