যে গ্রামে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে ‘শামুক খোল’

যে গ্রামে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে ‘শামুক খোল’

আলমগীর চৌধুরী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক নিভৃত পল্লীতে বাসা বেঁধেছে, প্রায় হারিয়ে যাওয়া পাখি শামুক খোল। সব জায়গায় মানুষের অত্যাচারে ঘর ছাড়া হলেও ওই গ্রামটিতে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে তারা।  

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে কানাইপুকুর গ্রাম। প্রকৃতির অপরূপ খেয়ালে এখানে বাসা বেঁধেছে হাজার হাজার শামুকখোল।

পুকুরপাড়ের বড় বড় গাছে বাসা বেঁধে প্রায় এক যুগ ধরে বাস করছে এসব পাখি।

গ্রামের আশপাশের খাল-বিল আর ফসলের মাঠ শামুক-ঝিনুক খেয়ে জীবন বাঁচে পাখিগুলোর। প্রজননের উপযুক্ত পরিবেশের কারণে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা।

news24bd.tv

শামুকখোল দেখতে কানাইপুকুর গ্রামে প্রায়ই ভিড় করেন আশপাশের মানুষ।

আরও পড়ুন: সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ল ২৪ দিন

আইন সম্পর্কে সচেতন করার পাশাপাশি পাখি সংরক্ষণে সংশ্লিষ্ট বিভাগ থেকে মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম।

কানাইপুকুর গ্রামে পাখির অভয়ারণ্য গড়তে গ্রামবাসীর পাশাপাশি প্রশাসনের আন্তরিকতাও দাবি করেছেন এলাকার সচেতন মানুষ।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর