গেল ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৬ হাজার

গেল ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৬ হাজার

নিজস্ব প্রতিবেদক

করোনায় গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সংক্রমণ আবারও কিছুটা কমেছে। একদিনে আক্রান্ত হয়েছে ৩৭ হাজারের বেশি। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৫ হাজার ৭৮২ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ কোটি ২৩ লাখ ৯৪ হাজার।

আর মোট প্রাণহানি ছাড়ালো ৯ লাখ ৮৭ হাজার।

দৈনিক সর্বোচ্চ সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে ভারত। একদিনে ৮৫ হাজার ৯ শতাধিক আক্রান্ত ও এক হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে ৪৪ হাজার ৭ শর বেশি ও ব্রাজিলে ৩২ হাজার ১শর বেশি আক্রান্ত হয়েছে।

নতুন করে আবারও সংক্রমণ বেড়েছে যুক্তরাজ্য ও ইরানে।


আরও পড়ুন: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ৫ খণ্ডে লিপিবদ্ধ


এদিকে, কভিড-১৯ এর জন্য অত্যন্ত কার্যকর একটি এন্টিবডি শনাক্ত করার দাবি করেছে জার্মানির চারিত হাসপাতাল ও নিউরোডিজেনারেটিভ ডিজিস সেন্টার। ফলে সেই হিসেবেই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করছে তারা। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে চীনের সিনোভ্যাক ভ্যাকসিন সরবরাহের প্রত্যাশা করছে ওষুধ নির্মাতা কোম্পানিটি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৩৯ লাখের বেশি মানুষ।

news24bd.tv সুরুজ আহমেদ