কুকুরের জন্য ভালোবাসা

কুকুরের জন্য ভালোবাসা

তসলিমা নাসরিন

চারটে কুকুরকে করোনাভাইরাস শনাক্ত করার প্রশিক্ষিণ দেওয়া হয়েছে। শুধু শুঁকেই বলে দিতে পারবে শরীরে করোনাভাইরাস আছে কী নেই।

ফিনল্যাণ্ডের আন্তর্জাতিক বিমানবন্দরে এখন কুকুরেরা করোনায় আক্রান্ত যাত্রীদের শনাক্ত করার কাজে ব্যস্ত। বোমা, মাদক দ্রব্য, নানা রকম রাসায়নিক পদার্থ এভাবেই তো শনাক্ত করে কুকুর।

 


আরও পড়ুন: ড্রাগস কাণ্ডে এবার উঠে এলো ক্রিকেটারদের স্ত্রীদের নাম


হারিয়ে যাওয়া মানুষের ব্যবহৃত কিছু একটা শুঁকিয়ে দাও, সে মানুষটিকে মুল্লুক খুঁজে বের করবে । সাধারণ একজন মানুষের ঘ্রাণশক্তি যত, তার চেয়ে কুকুরের ঘ্রাণশক্তি ১০ হাজার থেকে ১ লাখ গুণ বেশি। ২০ কিলোমিটার দূরের জিনিসের গন্ধ পায় কুকুর।

 মানুষকে কুকুরেরা বারো হাজার বছর আগে সাহায্য করা শুরু করেছে, এখনও করছে।

ফারাও-এর আমলে মিশরে কুকুরকে দেবতা মানা হতো। কুকুরের মন্দির ছিল। লক্ষ লক্ষ কুকুরের মমী পাওয়া গেছে মিশরের কবরখানায়।  

আমরা কুকুরকে দেবতা না মানি, কুকুরকে তো তার প্রাপ্য ভালোবাসা দিতে পারি। তা কেন করবো, বিশ্বস্ত এই প্রাণীটির নাম আমরা গালি হিসেবে ব্যবহার করি। কুকুর নিশ্চয়ই জানে, মানুষের মতো এত নিকৃষ্ট এ জগতে আর কোনও প্রাণী নেই।

তসলিমা নাসরিন: লেখক  (ফেইসবুক থেকে)

news24bd.tv নাজিম