মার্কিন নির্বাচনের বিজ্ঞাপন প্রচারে অতি সতর্ক গুগল ফেসবুক

মার্কিন নির্বাচনের বিজ্ঞাপন প্রচারে অতি সতর্ক গুগল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। ২০২০ সালের ৩ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ভোটগ্রহণের পর থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগ পর্যন্ত এ সংক্রান্ত কোনও বিজ্ঞাপন প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল ও ফেসবুক।  

এদিকে মার্কিন সুপ্রিম কোর্টে বিচারপতি রুথ বেডেন গিন্সবার্গের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

গেলো সপ্তাহের তার মৃত্যুর পর শুক্রবার ওয়াশিংটনের আইন পরিষদ ভবন বা ক্যাপিটল ভবনের প্রথম নারী হিসেবে শেষ শ্রদ্ধায় সিক্ত হয়েছেন গিন্সবার্গ। মহামারীর কারণে হাতে গোনা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন।

এরমধ্যে হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ অন্যান্য ডেমোক্রেট নেতাকর্মী এবং জো বাইডেন স্বস্ত্রীক এসেছিলেন।  


আরও পড়ুন: শ্রীলংকা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ


অন্যদিকে গিন্সবার্গের স্থলে রিপাবলিকান আইনজীবী এমি কোনি বেরেটকে মনোনয়ন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট সূত্র এমন তথ্য দিয়েছে। তবে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোন উত্তর দেননি ট্রাম্প। জানান, সময় হলেই তিনি নাম প্রকাশ করবেন।

news24bd.tv নাজিম