সীমান্ত হত্যা কমিয়ে আনতে ঐক্যমত

সীমান্ত হত্যা কমিয়ে আনতে ঐক্যমত

অন্তরা বিশ্বাস

দ্রুত বহুল আলোচিত তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানি বণ্টনের সমস্যার সমাধান এবং সীমান্ত হত্যাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে সম্মত হয়েছে ঢাকা ও দিল্লি। মঙ্গলবার ষষ্ঠ যৌথ পরামর্শক কমিশনের ভার্চুয়াল বৈঠকে দুই দেশ এ ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিশ্রুতি দেন, তার দেশ করোনা টিকা উদ্ভাবনে সফল হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ।

আরও পড়ুন: নিজ দলের হলেও দোষীরা ছাড় পাবে না

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হলো ষষ্ঠ যৌথ পরামর্শক কমিশন-জেসিসির বৈঠক।

ভার্চুয়াল এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা নিয়ে বৈঠকে আবারও উদ্বেগ জানিয়েছেন তিনি। জবাবে, ভারত সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনারও ফের অঙ্গিকার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত বহুল আলোচিত তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানি বণ্টনের ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ।

জেসিসি বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, করোনার ভ্যাকসিন উদ্ভাবনে সফল হলে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে আগে দেবে তার দেশ।

আরও পড়ুন: প্রতিবেশীকে ফাঁসাতে ছোট ভাইকে জবাই

এছাড়াও বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের উপর চেপে বসা রোহিঙ্গা সংকট প্রসঙ্গও। প্রত্যাবাসনে দিল্লির সহযোগিতাও চেয়েছে ঢাকা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর