৩ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, গির্জার ফাদারের শাস্তি দাবি

অনলাইন ডেস্ক

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা গির্জায় তিনদিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ফাদার প্রদীপ গ্যাগরির শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ মানববন্ধন হয়।

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো, দিলীপ পাহান প্রমুখ।

পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর সকালে ওই গীর্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন কিশোরী।

মঙ্গলবার রাতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মামলা হয়েছে। র‌্যাব চার্চের ফাদারকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

ওই চার্চের প্রধান জানিয়েছেন, যদি ভুল-ত্রুটি কিছু হয়ে থাকে, তাহলে তারাও ফাদার প্রদীপ গ্যাগরির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন: কাজের মেয়েকে ধর্ষণ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা রিমান্ডে

বুধবার ফাদার প্রদীপ গ্যাগরিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর