আপিল করতে রায়ের কপি নিয়ে ঢাকার পথে মিন্নির বাবা

আপিল করতে রায়ের কপি নিয়ে ঢাকার পথে মিন্নির বাবা

অনলাইন ডেস্ক

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি উচ্চ আদালতে আপিল করতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। আজ সন্ধ্যায় তিনি রায়ের কপি হাতে পান।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রায়ের কপি আজ সন্ধ্যার দিকে হাতে পেয়েছি। রায়ের কপি নিয়ে মিন্নির বাবা আজ রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

‘রোববার (০৪ অক্টোবর) উচ্চ আদালতে আপিলের জন্য আবেদন করবেন। তবে মিন্নির বাবার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে কথা বলার সম্ভব হয়নি। ’

এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন মিন্নির বাবা।

আরও পড়ুন: ‘গা শিউরে ওঠার মতো’ বর্ণনা দিলেন গণধর্ষণের শিকার তরুণীর স্বামী

গত ৩০ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আছাদুজ্জামান।

 

মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামির সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

এ হত্যার ঘটনায় পুলিশ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও তার মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার চলে এ আদালতে।

আরও পড়ুন: কাজের মেয়েকে ধর্ষণ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা রিমান্ডে

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর