মেরামতের অভাবে হারাতে বসেছে ঐতিহ্য (ভিডিও)

কাবুল উদ্দীন খান

মেরামতের অভাবে হারাতে বসেছে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ী। কারুকার্য ভেঙ্গে পরিণত হয়েছে ধ্বংস্তুপে। ভবনের আসবাবপত্রের সঙ্গে চুরি হয়েছে কক্ষের দরজা। সীমানা প্রাচীর না থাকায় জায়গা দখলে নিয়েছে স্থানীয়রা।

মানিকগঞ্জের শিবালয়ে প্রায় ৮ একর জমি জুড়ে আছে তেওতা জমিদার বাড়ী। অনেকটা অযত্নে আর অবহেলায় পড়ে আছে এই নিদর্শন। দেশভাগের পর তেওতা জমিদাররা ভারতে চলে গেলে মালিকানাহীন হয়ে পড়ে বাড়ীটি। পরে সরকার আয়ত্ত্বে নেয়।

তবে তা মেরামতের অভাবে পরিণত হয়েছে ভগ্নাংশে।  

বাড়ীটির ৫টি ভবনে মোট ৫৫টি কক্ষ রয়েছে। তবে দৃষ্টিনন্দন নিদর্শনের সঙ্গে সঙ্গে চুরি হয়েছে কক্ষগুলির দরজা। তাছাড়া সীমানা প্রাচীরের অভাবে জায়গা চলে যাচ্ছে স্থানীয়দের দখলে।


আরও পড়ুন: ধর্ষক কোনো পরিচয় বহন করে না: মাশরাফি


ভবনের কক্ষগুলো পরিণত হয়েছে মাদকসেবন কেন্দ্রে। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু।

ইতিহাসবিদদের মতে পঞ্চানন সেন নামে এক জমিদার ১৭ শতকে জমিদার বাড়ীটি নির্মাণ করেন।

news24bd.tv সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর