শিক্ষামন্ত্রীর ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া

লাকমিনা জেসমিন সোমা

এ বছর এইচএসসি হচ্ছে না - শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রস্তুতি থাকার পরও মেধা যাচাইয়ে সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। আর সিদ্ধান্তটি আরো আগে নিলে ভালো হতো বলছেন সাবেক শিক্ষা সচিব। তবে সরকারের এমন সিদ্ধান্তকে দেশের শিক্ষা ব্যবস্থাকে আইসিইউতে পাঠানোর সামিল বলেই মন্তব্য করেছেন সাবেক শিক্ষামন্ত্রী এসহানুল হক মিলন।

দীর্ঘ প্রতিক্ষার পর শিক্ষামন্ত্রীর এই এই ঘোষণায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পর্যাপ্ত প্রস্তুতি থাকার পরও মেধা যাচাইয়ে সুযোগ না দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের, তবে স্বাগত জনিয়েছেন শিক্ষকদের কেউ কেউ আর ৪০ লাখ শিক্ষার্থীকে নিয়ে সরকারে এই সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন।

এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আইসিইউতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও মন্তব্য তার এমন সিদ্ধান্ত আরো আগেই নেওয়া দরকার ছিল বলে মত সাবেক শিক্ষা সচিব এন আই খানের।

আরও পড়ুন: নারীর মাথা আর কোমরের অংশ মিললেও মেলেনি বুক ও পায়ের অংশ

শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ বলছেন, মেধা যাচাইয়ের এই প্রক্রিয়ায় অনেকেরই ক্ষতি হওয়ার সুযোগ থাকছে।


তবে এসএসসির এবারের মূল্যায় পদ্ধতির সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায়ও কিছু পরিবর্তন আনার তাগিদ বিশিষ্টজনদের।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর