কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজারহাটের বৈদ্যের বাজারে প্রতিমার হাট বসে। এ কারণে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন কারিগররা। তবে করোনা ও বন্যার কারণে এ বছরের চিত্রটা ভিন্ন। গেল বছর কারিগররা আড়াইশো প্রতিমা তৈরি করলেও এবার তা নেমে এসেছে ৭০টিতে।

কারিগররা জানান, প্রতি বছর এ হাটে প্রতিমা বিক্রি করে লাভ করলেও এ বছর ক্রেতার সমাগম নেই। ফলে লোকসান গুনতে হবে তাদের।

news24bd.tv

কুড়িগ্রাম শহর থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বৈদ্যেরবাজার গ্রাম। এই গ্রামটি এখন দুর্গারহাট নামে পরিচিত।

প্রতি বছর এখানে দুশো থেকে তিনশো প্রতিমা তৈরী করেন কারিগররা । দুর-দুরান্ত থেকে হিন্দু ধর্মালম্বীরা এসে প্রতিমা কিনে নিয়ে যান । তবে বন্যা ও করোনার কারণে এবার পাল্টে গেছে সে চিত্র ।

কারিগররা জানান, প্রতি বছর এখানকার তৈরি করা প্রতিমাগুলো নিজ উপজেলাসহ রংপুর,গাইবান্ধা, নীলফামারী,সহ বিভিন্ন জেলায় এলাকায় চলে যায়। এখানে বেশ দক্ষতার সহিত প্রতিমা তৈরি  করা হয় বলে উত্তারাঞ্চলে এসব প্রতিমার বেশ কদর রয়েছে । পূঁজা ঘনিয়ে আসার পরও এবার ক্রেতা  না থাকায় লোকসানের আশঙ্কায় তারা।

স্বাস্থ্য বিধি মেনে কুড়িগ্রাম জেলায় এবার ৪৭৮টি পূঁজা মন্ডপে শারদীয় দূর্গা পূঁজা হবে ।  
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্ডপে মন্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানালেন পুলিশ সুপার ।

news24bd.tv

আগামী ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর