বঙ্গবন্ধু হত্যার পরবর্তী কয়েক ঘণ্টা কি ঘটেছিল, দেখা যাবে সেলুলয়েড পর্দায় (ভিডিও)

ফাতেমা কাউসার

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা কম বেশি সবারই জানা। কিন্তু জাতির পিতাকে হত্যা করার পর কয়েক ঘণ্টা আসলে কী হয়েছিল। কেমন করে ঢাকার ৩২ নম্বরের বাড়ি থেকে মরদেহ টুঙ্গিপাড়া গেল।  

কোন প্রক্রিয়ায় করা হলো দাফন।

সেই বাস্তব ঘটনাগুলোই এবার সেলুলয়েডের পর্দায় তুলে আনছেন নির্মাতা আশরাফ শিশির। সিনেমার নাম ‘৫৭০’। ঘোষণার প্রায় দুই বছর পর সম্প্রতি শুটিং শুরু করলেন এই নির্মাতা!

একদল সেনা সদস্যের তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে টুঙ্গিপাড়ায়। যার নেতৃত্বে আছেন একজন তরুন সৈনিক।

বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘন্টার সাক্ষী তিনি।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মমভাবে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল ও বেদনার। আর এই ঘটনাকেই ট্রিলজি আকারে বড় পর্দায় আনার ঘোষণা দেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। যার একটি ‘৫৭০’।


আরও পড়ুন: ফের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ


সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। রয়েছেন আরো ৩০০ জন অভিনয়শিল্পী।

শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষে আগামী বছরের ১৭ মার্চ ‘৫৭০’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় প্রযোজনা সংস্থা।

১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তকে ভিত্তি করে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন আশরাফ শিশির।

news24bd.tv আহমেদ