স্বাস্থ্যবিধি মেনে খুলেছে চট্টগ্রামের সিনেমা হল গুলো

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে চট্টগ্রামের সিনেমা হল গুলো

নয়ন বড়ুয়া জয়,চট্টগ্রাম

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর গেল শুক্রবার থেকে খুলেছে চট্টগ্রামের সিনেমা প্যালেস নামের হলটি । স্বাস্থ্যবিধি মেনে ওই দিন থেকেই এই হলে চলছে হিরো আলমের ছবি সাহসী হিরো আলম ।

তবে দর্শক কম থাকলেও হতাশ নয় মালিকপক্ষ। ধীরে ধীরে বাড়বে দর্শকের সংখ্যা এমন প্রত্যাশা তাদের ।

 

করোনার সংক্রমণ রোধে গেল ১৮ মার্চ থেকে সিনেমা হল বন্ধের সরকারি নির্দেশনা জারি হয়। সেদিন থেকে দেশের সব সিনেমা হল বন্ধ ছিল।

তবে দীর্ঘ সাত মাস পর ১৬ অক্টোবর  থেকে স্বাস্থ্যবিধি মেনে  সারাদেশে সিনেমা হল খুলে দেয়া হয়েছে ।  

চট্টগ্রামে সরকারী নির্দেশনা মেনে খুলেছে সিনেমা প্যালেস নামের হলটি ।

চলছে হিরো আলমের ছবি সাহসী হিরো আলম । এ ছবি  বড় পর্দায় দেখতে পেরে  খুশি দর্শকরা।  


আরও পড়ুন: সরকারি দামে বিক্রি হচ্ছে না আলু, বিপাকে ক্রেতারা


 

তবে ১৪শ ধারণ ক্ষমতার এই সিনেমা হলে দর্শক খুব কম থাকায়ও  হতাশ নয় সংশ্লিস্টরা ।  

এখনও চট্টগ্রামের মানুষ বড় পর্দায় সিনেমা দেখার আগ্রহ হারায়নি । তাই  আধুনিক মানের সিনেমা হল চালু করার দাবি বিশিষ্টজনদের ।

এদিকে আলমাস, ঝুমুর সিনেমা হল ও নতুন নির্মিত সিনে প্লেক্স সিলভার স্ক্রীন কিছু দিনের মধ্যে চালু হবে বলে জানান সংশ্লিস্টরা ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর