'সাকিব ফিরেই বিশাল কিছু করে ফেলবে না'

'সাকিব ফিরেই বিশাল কিছু করে ফেলবে না'

অনলাইন ডেস্ক

এক বছর ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব ফিরেই বিশাল কিছু ঘটিয়ে ফেলবেন- এমন আশা করছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়ে ডমিঙ্গো বলেন, 'গতকালই তার সঙ্গে কথা হয়েছে আমার। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে সে। আপাতত দেশের বাইরে আছে।

অন্য সবার মতো সাকিবেরও ফেরার পর মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। যদি আশা করে থাকেন, ফেরার পর সরাসরিই বিশাল কোনো মিরাকল সে করে ফেলবে, তাহলে সেটা ঠিক হবে না। কারণ সাকিবকে নিয়ে ধৈর্য ধরতে হবে। '

নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা সাকিবের।

 

ডমিঙ্গো আরও বলেন, 'এক বছর ধরে সে কোনো ধরনের ক্রিকেট খেলেনি। মাঠে ফিরতে মুখিয়ে আছে। সে বিশ্বের সেরা অলরাউন্ডার, কিন্তু তারপর একটা পথ ধরে এগোতে হবে। অনুশীলনে থ্রো ডাউন এবং বোলিং মেশিনে খেলা আর ম্যাচে ১৪০ কিলোমিটার গতির বোলারকে খেলার মধ্যে অনেক পার্থক্য। আত্মবিশ্বাস ফিরে পেতে তারও কিছুটা সময় লাগবে। আমরা জানি, সে কোয়ালিটি ক্রিকেটার। আশা করি আগামী মৌসুম দুর্দান্ত কাটবে। '

আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আর ৭ দিন। আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে খেলতে পারবেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব নিষিদ্ধ করায় গত এক বছর সাকিবের কোনো সার্ভিস পায়নি বাংলাদেশ দল।

news24bd.tv কামরুল