বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

রাহাত খান, বরিশাল

বৈরি আবহাওয়া এবং বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের কারণে সমুদ্র বন্দরে ৪ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বরিশালের বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। মাঝে মধ্যে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

 

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সমূহ বিপদের আশংকায় বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। নৌযাত্রীদের জীবন ও সম্পদ রক্ষায় বিআইডব্লিউটিএ আজ শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।  


আরও পড়ুন: জলোচ্ছ্বাস কি এবং কেন হয়?


এদিকে, হঠাৎ স্থানীয় রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বরিশাল নদী বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী হাজার হাজার নৌযাত্রী।  

বঙ্গোপসাগ‌রে গভীর নিন্মচাপ সৃ‌ষ্টি হওয়ায় বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

 

সমূদ্রের জোয়ারের চাপ এবং অব্যাহত বৃষ্টির কারণে বরিশালের কীর্তনখোলা, মেঘনা এবং তেতুলিয়া নদীর পানি জোয়ারের সময় বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে পা‌নি উন্নয়ন বোর্ড।

news24bd.tv নাজিম