তেঁতুলিয়ায় মাইক্রোবাস-ট্রাক্টর সংঘর্ষ: নিহত ২, আশঙ্কাজনক ৩

তেঁতুলিয়ায় মাইক্রোবাস-ট্রাক্টর সংঘর্ষ: নিহত ২, আশঙ্কাজনক ৩

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে একজন মাইক্রোবাসের চালক। তার নাম স্বপন চন্দ্র রায় (২৩) ও যাত্রী সাবিনা ইয়াসমিন (৪০)।

শনিবার রাতে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মাহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক স্বপন চন্দ্র রায় তেঁতুলিয়া উপজেলা সদরের বুড়িমুটকি এলাকায় তুলেশ চন্দ রায়ের ছেলে এবং সাবিনা ইয়াসমিনের বাড়ি তেঁতুলিয়ার কলোনিপাড়া এলাকায়।

স্থানীয়রা জানায়, পঞ্চগড়ের ডুডুমারি এলাকায় এক আত্মীয়র বাসায় দাওয়াত খেয়ে মাইক্রোবাসে পরিবারের ১০ সদস্য নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। মাঝিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টরের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যায় রবিউলের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মাইক্রোবাসের চালক স্বপন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, তিনজনের অবস্থা আশঙ্কজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর