বাগেরহাটে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বন উপমন্ত্রী

বাগেরহাটে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বন উপমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

রোববার সকালে হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে তার নির্বাচনী এলাকা রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হন তিনি। এ সময়ে তিনি প্রতিটি মণ্ডপে পূজারীদের সাথে কুশল বিনিময় করেন।


আরও পড়ুন: মোংলা বন্দরে বিদেশি জাহাজের দ্বিতীয় প্রকৌশলীর মৃত্যু


তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ সম অধিকার ভোগ করছে।

ধর্ম যার যার, উৎসব সবার। এভাবে এদেশের মানুষ এখন সম্প্রীতির মধ্যে ধর্মীয় উৎসব পালন করছে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানান।  

বন উপমন্ত্রীর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মোংলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব পাল প্রমুখ নেতৃবৃন্দ।

 

news24bd.tv কামরুল