প্রবাসীদের প্রতি ভালবাসা

প্রবাসীদের প্রতি ভালবাসা

জসিম মল্লিক

প্রবাসে বসবাসরত যারা আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠান আমি কখনো তাদের প্রোফাইল চেক করি না। প্রয়োজন মনে করি না। এমনকি যাদের প্রোফাইল তালাবন্ধ থাকে তাদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করি। কখনো জানতেও চাইনা কেনো তাদের প্রোফাইল লক করা থাকে।

 

প্রবাসীদের প্রতি আমার বিশেষ পক্ষপাত আছে। যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠান তাদের বেশিরভাগই আমার লেখা পড়েন। আমি নিজেও কাউকে কাউকে রিকোয়েষ্ট পাঠাই। বিশেষকরে যারা আমার লেখা নিয়মতি পড়েন এবং কমেন্টস করেন তাদেরকে আমি বন্ধু হিসাবে পেতে আগ্রহ দেখাই।

লেখালেখির বাইরেও আমার অনেক বন্ধু আছে। প্রবাসী যারা আমার ফলোয়ার তাদের প্রতিও আমার বিশেষ অনুরাগ আছে।


আরও পড়ুন: মহানবী (সা:) প্রসঙ্গ: সব পীর ভন্ড নয়, কিছু পীর বীরও হয়


প্রবাসীরা সবসময় আমার কাছে আলাদা, সবসময় বিশেষ স্থান দখল করে আছেন- এর কারণ হচ্ছে প্রবাসের নিঃসঙ্গতা, স্বজনহীনতা, কঠিন পরিশ্রম, সৎভাবে জীবন যাপন, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজের দেশকে তুলে ধরা, সাহিত্য ও সাংবাদিকতা করা, ব্যবসা বানিজ্য করা, নতুন প্রজন্মের শিক্ষা ও কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য, রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখা ইত্যাদি নানা কিছু আমার হৃদয় ছুঁয়ে যায়, তাদেরকে আমার কাছে বিশেষ করে তোলে। আমি নিজেও এসবের অংশ বলেও আমার এই পক্ষপাত। প্রবাসের মানুষদের ভালবাসুন, সম্মান দেখান।

লেখক, সাংবাদিক, কানাডা

news24bd.tv আহমেদ