সাত মাস পর ভারতের সাথে বানিজ্যিক ফ্লাইট চালু

সাত মাস পর ভারতের সাথে বানিজ্যিক ফ্লাইট চালু

লাকমিনা জেসমিন সোমা

সাত মাস পর বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হলো বানিজ্যিক ফ্লাইট। এয়ার বাবল চুক্তির আওতায় বুধবার এই ফ্লাইট পরিচালনার উদ্বাধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় তিনি জানান ব্যাপক চাহিদা থাকায় খুব শিগগির বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসাও চালু করবে তার দেশ।

করোনার কারনে সাত মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের চালু হলো বাণিজ্যিক  ফ্লাইট।

  প্রথম দিনে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


আরও পড়ুন:ইরফান ও দেহরক্ষীর রিমান্ড শুনানি সাড়ে ১১টায়


সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউএস বাংলার আয়োজনে ফ্লাইট উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বলেন, দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিয়েই বাংলাদেশের সাথে ফ্লাইট চালুর এই উদ্যোগ।

অনুষ্ঠান শেষে অপর এক প্রতিক্রিয়ায় ভারতীয় হাই কমিশনার আরো জানান, খুব শিগগির বাংলাদেশীদের জন্য টযুরিস্ট ভিসা চালু করবে ভারত।

এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষক চেয়ারম্যন যাত্রীদেরকে সাস্থ্যবিধির ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

এদিকে ফেলাই চালু প্রথম দিনে বেশিরভাগ যাত্রীই ছিল মেডিকেল ভিসাধারী। দুদেশের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন তারা।

এয়ার বাবল চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ থেকে ৩টি এয়ারলাইন্স ভারতে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। আর ভারত থেকে ৫টি এয়ারলাইন্স সপ্তাহে ২৮টি ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করবে।  

news24bd.tv কামরুল