যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ শিশু করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ শিশু করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে দিশেহারে গোটা বিশ্ব। কোনোভাবেই কমানো যাচ্ছে না এই ভাইরাসের সংক্রমণ। প্রতিদিন মরছে মানুষ। বিশ্বের যে কয়েকটি দেশ এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা সেগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে।

 

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দি চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন প্রতিবেদনে বলেছে যুক্তরাষ্ট্রে মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।  

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে।


আরও পড়ুন: সৌদি কারাগারে নারী মানবাধিকার কর্মীর আমরণ অনশন


ওই প্রতিবেদনে বলা হয়, গত ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশটিতে নতুন করে মোট ৯৪ হাজার ৫৫৫ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। দুই সপ্তাহের বেশি সময়ে শিশু আক্রান্তের হার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯২ হাজার ১৮৮ শিশু কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের ১১ শতাংশ শিশু।

প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যার বিবেচনায় প্রতি এক লাখ শিশুর মধ্যে ১ হাজার ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে।

news24bd.tv নাজিম