জার্মান আওয়ামী লীগের পাঁচ জনকে বহিস্কারের সিদ্ধান্ত

জার্মান আওয়ামী লীগের পাঁচ জনকে বহিস্কারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জার্মান আওয়ামী লীগের একাংশের পাঁচ জনকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার জার্মান আওয়ামী লীগের আহবায়ক কমিটি ফ্রাংকফোর্টের ভালড্রপে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।  

মিট দ্যা প্রেসে অনলাইনে শুভেচ্ছা বক্তৃতা করেন আহবায়ক মুক্তিযাদ্ধা মাসুম মিয়া, যুগ্ন আহবায়ক নূরে আলম সিদ্দিকি রুবেল ও হাকিম টিটু।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ শিশু করোনায় আক্রান্ত


তাদের দলকে কলংকমুক্ত করার জন্য সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম, যুগ্ম আহবায়ক নোমান হামিদ, ফিরোজ আহমেদ, মানিক মিয়া ও সানাউল্লাহ মিয়ার উপস্থিতিতে মাহফুজ ফারুকের পরিচালনায় যুগ্ন আহবায়ক খালেদ ইসলাম লিখিত বক্তৃতা পাঠ করেন।

 

দলের নীতি ভঙ্গের অভিযোগে বহিস্কৃতরা হলেন বশিরুল আলম চৌধুরী সাবু, আনিস তালুকদার, এমডি হাবিবুর রহমান, জামশেদ রানা, যুবরাজ তালুকদা।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর