২৬ বছর পালিয়ে থেকে অবশেষে ধরা আসামি

২৬ বছর পালিয়ে থেকে অবশেষে ধরা আসামি

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মারামারি মামলায় নুর হোসেন শেখ (৫৮) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে দীর্ঘ ২৬ বছর পরে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেড়াবাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি রবিউল্লা শেখের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার বাসিন্দা ছিলেন নুর হোসেন শেখ।

তৎকালীন সময়ে গরুর ব্যবসা করার সুবাদে সিংড়া উপজেলার নলবাতা গ্রামে বিবাহ করে বসবাস শুরু করেন তিনি।

সেখানে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হলে গ্রেফতার হয়ে প্রায় ৬ মাস কারাভোগ করেন। পরে জামিন হওয়ার পরে সিংড়ার বেড়াবাড়ি গ্রামে বসবাস শুরু করেন।

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় ১৯৯৪ সালে ৩টি ধারায় মোট ৩ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।


আরও পড়ুন: ঘুমন্ত শিশুকে ডেকে তুলে বলাৎকার, মাদ্রাসা ছেড়ে পালল ছাত্র


বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে দীর্ঘ ২৬ বছর পরে তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, দীর্ঘ ২৬ বছর পলাতক ছিল।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক