কখনও টাকনুর নিচে কাপড় পরার নির্দেশনা পাইনি

কখনও টাকনুর নিচে কাপড় পরার নির্দেশনা পাইনি

শেলী নাজ

জনস্বাস্থ্য ইন্সটিটিউটে শুরু করেছিলাম জীবনের প্রথম চাকরি। দুরু দুরু বক্ষে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলাম চাকরির পরীক্ষা দিতে। আসলে পরীক্ষার নামে ঢাকা বেড়ানো ছিল উদ্দেশ্য। আব্বা মোটেই রাজি ছিল না।

আর আমি চিরকালই বৃত্ত ছেড়ে বেড়িয়ে পড়া মানুষ।

একটা অচেনা শহরে একলা থাকার জীবন তখনই শুরু করেছিলাম। সহকারি জীবাণুবিদ হিসেবে ল্যাবে ড্রাগ টেস্ট করাই ছিল কাজ।

তখনও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী।

ঢাকা- চট্টগ্রাম ছুটাছুটি করে মাস্টার্স শেষ করেছিলাম বহু কষ্টে। তবু জীবন কত মধুর ছিল, কখনও টাকনুর নিচে কাপড় পরার নির্দেশনা পাই নাই!

(ফেসবুক থেকে)

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর