কল্যাণপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা মেয়রের

কল্যাণপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা মেয়রের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। পাশাপাশি তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে  জরুরিভিত্তিতে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, মেয়র মো. আতিকুল ইসলাম তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরও পড়ুন: র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল গুলি, ম্যাগজিনসহ গ্রেপ্তার ১


মামুন জানান, অগ্নিকাণ্ডের স্থানে ডিএনসিসির অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক তদারকির জন্য মেয়র ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে দায়িত্ব প্রদান করেন।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বুলেটিনে ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গার একই রকমের পূর্বাভাস দেয়া হয়েছে।

তাতে বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে।

মৌসুমি বায়ুটি কক্সবাজার অঞ্চলে বিরাজ করছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তা বিদায় নিতে পারে। এটি কক্সবাজার অঞ্চলে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

news24bd.tv নাজিম

সম্পর্কিত খবর