হিজড়াদের জন্য মাদ্রাসা চালু, খরচ ছাড়াই চলবে পড়ালেখা

হিজড়াদের জন্য মাদ্রাসা চালু, খরচ ছাড়াই চলবে পড়ালেখা

অনলাইন ডেস্ক

দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) মানুষের জন্য আলাদা একটি মাদ্রাসা চালু করা হয়েছে। যার নাম ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’।

বেসরকারি উদ্যোগে মাদ্রাসাটি ঢাকার কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের ঢাল এলাকায় তিনতলা একটি ভাড়া বাড়িতে চালু করা হয়েছে।

 মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়েছে।

মাদ্রাসাটিতে পড়ালেখার জন্য হিজড়াদের কোনো খরচ লাগবে না।   ২০২০ সালে সরকার স্বীকৃত কওমি সিলেবাস অনুযায়ী মাদ্রাসাটি পরিচালিত হবে। প্রাথমিকভাবে ১০ জন শিক্ষকের সমন্বয়ে অনাবাসিক এই মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়েছে।

তিন তলাবিশিষ্ট বাড়িটির ওপর তলায় ১২০০ বর্গফুট জায়গায় নিয়ে করা মাদ্রাসাটিতে শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করতে পারবেন।

 এতে যে কোনো বয়সী হিজড়া ভর্তি হতে পারবেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর